খুব বড়ো প্রশ্ন এবং ভাইটাল প্রশ্ন
সবচেয়ে সহজ ভাষায় যাদের যোগ্যতা আছে বেসরকারি কোম্পানিতে যোগ্যতাই আসল ব্যাপার।
তাই যেটা শিখবেন সেটা যেন উন্নত মানের হয়। শুধু মাত্র সস্তায় বা ফ্রি কম্পিউটার শিখে কোন লাভ নেই। কিন্তু ইন্টারভিউ তে একজন কিন্তু বিফল হয়ে যাবেই।
আর এমন জায়গায় শিখবেন যারা আপনাদের কর্ম জগৎ-এ প্রবেশ করতে যথেষ্ট সাহায্য করতে পারে।
গুনগত ম্যান নিয়ে কিন্তু কম্প্রোমাইস করা যাবে না। কারণ কোম্পানিরা কিন্তু যোগ্য ক্যান্ডিডেট নেবেই আর তাদেরই কোম্পানিরা হিরে করতে রাজি হবেন।
কম্পিউটার ফিল্ড-এর কিন্তু একটাই সুবিধা যে এই ফিল্ড-এ লোকের চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে। তাই শিখলে ভালো জায়গা থেকে ভালো ভাবে শিখুন। আর দেখুন তারা আপনাকে চাকরির জগৎ-এ ঢোকাতে পারবে কি না।
