Our New Centre at Howrah Maidan
Why career Planning Seminar ?
কেবলমাত্র পুঁথিগত বিদ্যা Career গড়ার জন্য তোমাকে তেমন ভাবে সাহায্য করতে পারবে না । ২-৩% সরকারি চাকরি বাদ দিলে ৯৭-৯৮% বেসরকারি চাকরির বাজারে তোমার যোগ্যতাই তোমার মাপকাঠি। তাই সঠিক Career Course কেমন হবে ? কি করলে কি পাওয়া যাবে, জানতে হবে তার সঠিক তথ্য।
কত টাকা খরচ বা কেমন হবে পরিকল্পনা সবই জানতে হবে । চাকরি না ব্যবসা ?
কত টাকা চাই জীবনে ? তার জন্য কত টাকা খরচ বা বিনিয়োগ করবে ? কে দেবে টাকা ? যদি গরিব বা নিম্নবিত্ত হও ? তাহলে সমাধান ? ধনী লোকেরা English Medium- এ যাচ্ছে । মেধাবীরা যাচ্ছে B.Tech, BCA, MCA, BBA বা MBA করতে । খরচ মাত্র ৩-১০ লক্ষ, মাইনে মাসে 20 হাজার থেকে ৫- ১০ লক্ষ । তুমি কোন দলে ? তুমি কি করবে ? কি করতে পারো ?
Computer কিন্তু সমস্ত পৃথিবীতে এক নম্বর Career Choice. BCA, B.Tech, MCA, M.Tech না করেও বা সাধারণভাবে গ্রাজুয়েশন হয়ে বা করতে তিন বা চার বছর নষ্ট না করে কিভাবে যুক্তিপূর্ণ টাকা খরচ করে সফল কম্পিউটার প্রফেশনাল হওয়া যায় সবই জেনে নিতে পারো অভিজ্ঞ কম্পিউটার প্রফেশনাল দের থেকে। এই উদ্দেশ্যে আমাদের যুব কম্পিউটার সেন্টার এর সমস্ত ছাত্র-ছাত্রীরা বিনা খরচে এরকম দুটো সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ নিতে পারে। একটি শুধু ছাত্র-ছাত্রীদের নিয়ে অন্যটি অভিভাবকদের সাথে নিয়ে।
তাই আমাদের সেন্টারে ভর্তি হওয়ার পরেই যারা চাকরি করতে চায় তারা এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য নাম লেখাবে।
আমরা বোঝাবো কিভাবে লক্ষ লক্ষ টাকা খরচ না করেও সফল কম্পিউটার Career করা যায়।
Placement Company রাই তোমার সব থেকে বড় বন্ধু।
হাজার দুর্নাম থাকলেও Placement Company রাই তোমার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে যদি তোমার বিশ্বাস থাকে এদের প্রতি। Placement কোম্পানির কাজই হল কর্মপ্রার্থীকে কাজ দেওয়া আর কোম্পানিগুলোকে কাজের লোক দেওয়া। দুটো অবশ্যই টাকার বিনিময়। তাও মাত্র ১ মাসের মাইনে চাকরি পাওয়ার পর। ভাব তো তুমি ১২-১৫-১৭-২০-২২ বছর ধরে পড়াশোনা করছো, হাজার হাজার বা লাখ লাখ টাকা খরচ করে। কেউ কি তোমাকে চাকরির গ্যারান্টি দিয়েছে বা তোমাকে নিশ্চিত ভাবেই চাকরিতে ঢুকিয়ে দেবে ? তাহলে আর রাজ্য বা দেশে লাখ লাখ বেকার থাকত না বা অন্য রাজ্যে চাকরির জন্য যেত না।
অথচ ভালো ভাবে ভাব তো ১ মাসের মাইনে খরচ করেই প্রথম মাস থেকেই আয় করার সুযোগ করে দিচ্ছে জীবনের প্রথম অমূল্য চাকরির ব্যবস্থা করে দেয়। আর সেখান থেকেই ওরা তোমার জীবনের উপসর্গ।
Placement কোম্পানির কাজই হল কর্মপ্রার্থী ও কর্মদাতার তথ্য বা খবর সংগ্রহ করা। আর কর্মপ্রার্থীকে কর্মদাতার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাতে কর্মপ্রার্থী চাকরিটা পায়। এই দুই পক্ষের সংযোগ স্থাপনেই কাজ তাদের। তার জন্যই তাদের অফিসে যারা লোকজন রাখে টাকা খরচ করে কোম্পানি করা।
এই ব্যবসা চালানোর জন্য টাকা তো লাগবেই আর ব্যবসায় লাভও করতে হবে যাতে কোম্পানিটা বেঁচে থাকে।
পৃথিবীতে কোন জিনিসই বিনামূল্যে পাওয়া যায় না। সবারই একটা মূল্য আছে। তাই চাকরি দেখে দেওয়ারও একটা খরচ থাকবেই। এটা যদি আমরা মন থেকে মেনে নিতে পারি তো আমাদেরই লাভ । তা না হলে শুধু একটা হিসাবই করে দেখতে বলবো যে একবার হিসাবটা করো যে তুমি কত মাস বেকার আছো ? আর কতদিন দিন বা মাস লাগবে চাকরি পেতে ? এই মাস গুলোকে তোমার যুক্তি পূর্ণ মাসে মাইনে দিয়ে গুণ করে দেখো টাকাটা কত ? তার সঙ্গে তুলনা করো একমাসের মাইনে কত ?
যদি বেকার থাকার সময়ের টাকাটা এক মাসের মাইনের চেয়ে সামান্যই বেশি হয় তো তুমি তোমার বুদ্ধিতেই চলো আর যদি বেকার থাকার সময়টার মাইনের যোগফল অনেক অনেক বেশি হয় আজই কোন ভালো Placement কোম্পানিতে Paid Membership নিয়ে নাও। কারণ তারাই তোমাকে বাঁচাতে পারবে কারণ এটা তাদেরই কাজ আর এই কাজ করতে পারলে তবেই তারাও বাঁচবে।
এর বাইরে যত আলোচনা সে সবই সময় নষ্ট ছাড়া আর কিছুই না।
সরকারি চাকরির অন্তত একটা বিকল্প রাখা চাই
যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সাফল্যের জন্য সাফল্য প্রার্থনা করি | কিন্তু মনে রাখা ভালো যে সরকারি চাকরি সংখ্যা খুবই কম | তাই তার কম্পিটিশনটা অতি কঠিন| চাকরি পেয়ে গেলে তোমার সাফল্য ১০০ শতাংশ, আর না পেলে শূন্য “০”| শূন্য বলছি এই কারণে যে চাকরির পরীক্ষার জন্য যে পড়াশোনা করতে হয়,সেটা আর জীবনে অন্য কোথাও কাজে লাগে না |
তাই ১০০ আর ০ এর মধ্যে যদি জীবনে ভারসাম্য বজায় রাখতে হয় তো কেরিয়ারে একটা সেকেন্ড অপশন থাকা একান্তই দরকার বা বুদ্ধিমানের কাজ না হলেই ভয়ানক বিপদ |
তার সঙ্গে এখন আরও দেখতে হবে যে সরকারি চাকরি সত্যিকারের সম্ভাবনা এখন কতটুকু ? আরও মনে রাখা দরকার যে রাজ্য সরকার এখন বেশির ভাগ চাকরিতেই এখন চুক্তিভিত্তিক নিয়োগ করছে বা করবে |
এই বিপদে পড়তে না চাইলে সরকারি চাকরি প্রস্তুতির পাশাপাশি ভালো মানের প্রফেশনাল কোর্স করে রাখাই যুক্তিযুক্ত | আর ভালো প্রফেশনাল কোর্স বলতে কম্পিউটারের কিন্তু কোন বিকল্প না খোঁজাই ভালো |
আর অনেক টাকা খরচ করেই কোর্সটা করতে হবে কারণ সরকারি চাকরিতে তোমার আয়ের লক্ষ্য ছিল ৩০০০০ থেকে ৭০০০০ মধ্যে | আর বেসরকারিতে শুরু পশ্চিমবঙ্গে মাত্র ৫০০০ |
তোমার জীবন তুমি ভাবলেই ভালো |
আমরা শুধু গাইড করতে পারি আর উন্নত মানের কম্পিউটারটা শেখাতে পারি, সহযোগিতা করতে পারি জীবনের প্রথম চাকরিটা পেতে |
স্বপ্ন সার্থক সারা জীবনের জন্য এটা নিশ্চয়তা |
H.S-এর পর কি পড়বেন General Course না চাকরির পড়া ?
এটা একটা খুবই জটিল প্রশ্ন যার উত্তর আমরা সব সময়েই খুঁজি। এর উত্তর আপনাকেই ভাবতে হবে।
General Line – যদি পড়লে ভালো Success পাবেন তো General Line সাধারণ বিষয় গুলো নিয়ে পড়বেন তা না হলে যদি প্রথম থাকতেই চাকরি বা Profession Course করে চাকরি বা ব্যাবসার জন্য এগিয়ে যেতে পারেন ?
ভাবুন ৩ বছর সময় দেয়ার পর তার পরে Computer বা Professional Course করলে আপনার চলবে কি না আপনি কি তখনই আয়ের ব্যবস্থা টা করতে চান ?
আরো ভাবুন যে টাকা রোজকারটা আপনার আদেও দরকার কি না টাকার দরকার না থাকলে কখন কি করছেন কেউ আপনাকে কিছুই বলবে না।
যদি টাকার দরকার থাকে ভাবুন কবে থেকে আয় করতে চান। সেই ভাবেই মনস্থির করুন।
একটা বিষয়েই আপনাদের ভাবা দরকার যে General Line আপনাকে বাঁচাতে পারবে কিনা ?
যদি না পারে তো H.S- এর পর Profession বা Job Related কোর্স করে কর্ম জগৎ-এ ঢুকে পড়াটা অনেক বুদ্ধিমানের কাজ।
আরও ভাবুন আপনারা কি নিজের Income – এ বেঁচে থাকতে চাইছেন না অন্যের Income-এ।
অন্যের Income-এ বেঁচে থাকতে চাইলে এত কিছুর ভাববার দরকার নেই। আর নিজের আয়ে বাঁচতে চাইলে দিন থাকতে কর্ম জগৎ-এ ঢোকার চেষ্টা করুন সারাজীবন নিজে স্বাধীন ভাবে বেঁচে থাকতে পারবেন।
আশা করি তোমাদের উত্তর পেয়ে গেছো। ধন্যবাদ
কম্পিউটার পড়লেই কি চাকরী?
খুব বড়ো প্রশ্ন এবং ভাইটাল প্রশ্ন
সবচেয়ে সহজ ভাষায় যাদের যোগ্যতা আছে বেসরকারি কোম্পানিতে যোগ্যতাই আসল ব্যাপার।
তাই যেটা শিখবেন সেটা যেন উন্নত মানের হয়। শুধু মাত্র সস্তায় বা ফ্রি কম্পিউটার শিখে কোন লাভ নেই। কিন্তু ইন্টারভিউ তে একজন কিন্তু বিফল হয়ে যাবেই।
আর এমন জায়গায় শিখবেন যারা আপনাদের কর্ম জগৎ-এ প্রবেশ করতে যথেষ্ট সাহায্য করতে পারে।
গুনগত ম্যান নিয়ে কিন্তু কম্প্রোমাইস করা যাবে না। কারণ কোম্পানিরা কিন্তু যোগ্য ক্যান্ডিডেট নেবেই আর তাদেরই কোম্পানিরা হিরে করতে রাজি হবেন।
কম্পিউটার ফিল্ড-এর কিন্তু একটাই সুবিধা যে এই ফিল্ড-এ লোকের চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে।
তাই শিখলে ভালো জায়গা থেকে ভালো ভাবে শিখুন। আর দেখুন তারা আপনাকে চাকরির জগৎ-এ ঢোকাতে পারবে কি না।
About Me
Mr. Salil Kumar Kolay
Salil Kr. Kolay
B.COM(H), PGDCA, DCM, DRDBMS, DC.
System Analyst cum Programmer, Software Developer & Career Consultant
Welcome to my portfolio! I am a dedicated Career Planner (mainly for the Good / Average / Below Average Students) with a passion for helping individuals discover their true potential and navigate their professional journey. With 34 years of experience Computer Education, Software Development, Industry Computerization, Career counseling and a proven track record of guiding students towards success, I am committed to making a positive impact on your career aspirations.
As a lifelong advocate for career development, I have honed my expertise through a blend of education and hands-on experience. Holding a Commerce Degree from University of Calcutta, B.COM(H) in 1987, done various Courses on Computer Software Programming since 1988 to 1991 to become a Software Programmer cum System Analyst from Reputed Institution DATAPRO Information Technology, Lake Gardens, Calcutta, W.B., India. Post Graduate Diploma in Computer Application (PGDCA), Diploma in Computer Application (DCM), Diploma in Relational Database Management System (DRDBMS) and Diploma in ‘C’ Programming
I’ve dedicated my career as a part to empowering others to achieve their goals.
I believe that every individual is unique, with distinct strengths and aspirations. My approach to career planning is centered around personalized guidance, focused on helping you align your passions, skills, and goals for a fulfilling and successful career journey. By combining empathy, analysis, and industry insights, I provide a holistic perspective that empowers you to make informed decisions.
I offered Personalized Career Assessments, Skill Enhancement and Training Recommendations, Goal Setting and Action Plans
What Services I'm Providing
Important Topics for Career Guidance
Career Planning Seminars
B.R.A. United High School 2024
















BAJESIBPUR B.K.PAUL'S INSTITUTION







Hem Nagar Hem Chandra High School







B.Garden Chittaranjan Adarsha Vidyamandir





Dharsa Azad Sikshayatan High School





Netaji Vidyayatan High School





Shibpur SSPS Vidyalaya






Joypur College






Coaching Debu Sir Bargachia





MSPC High School





Kona High School







Shibpur Smt Swami Progrananda Saraswati Vidyalaya



Nayachak Jadunath School










Bargachia Priyonath



Tally Academy Shibpur Seminar



Computer Age Seminar



Dipak Prodhan (Teaching Center)



Jagadishpur Girls





Thana Makua Model High School






Maju R N Basu




Howrah Deshbandhu Girls








What My Clients Says
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.




































