H.S-এর পর কি পড়বেন General Course না চাকরির পড়া ?

এটা একটা খুবই জটিল প্রশ্ন যার উত্তর আমরা সব সময়েই খুঁজি। এর উত্তর আপনাকেই ভাবতে হবে।

General Line – যদি পড়লে ভালো Success পাবেন তো General Line সাধারণ বিষয় গুলো নিয়ে পড়বেন তা না হলে যদি প্রথম থাকতেই চাকরি বা Profession Course করে চাকরি বা ব্যাবসার জন্য এগিয়ে যেতে পারেন ?

ভাবুন ৩ বছর সময় দেয়ার পর তার পরে Computer বা Professional Course করলে আপনার চলবে কি না আপনি কি তখনই আয়ের ব্যবস্থা টা করতে চান ?

আরো ভাবুন যে টাকা রোজকারটা আপনার আদেও দরকার কি না টাকার দরকার না থাকলে কখন কি করছেন কেউ আপনাকে কিছুই বলবে না।

যদি টাকার দরকার থাকে ভাবুন কবে থেকে আয় করতে চান। সেই ভাবেই মনস্থির করুন।

একটা বিষয়েই আপনাদের ভাবা দরকার যে General Line আপনাকে বাঁচাতে পারবে কিনা ?

যদি না পারে তো H.S- এর পর Profession বা Job Related কোর্স করে কর্ম জগৎ-এ  ঢুকে পড়াটা অনেক বুদ্ধিমানের কাজ।

আরও ভাবুন আপনারা কি নিজের Income – এ বেঁচে থাকতে চাইছেন না অন্যের Income-এ।

অন্যের Income-এ বেঁচে থাকতে চাইলে এত কিছুর ভাববার দরকার নেই। আর নিজের আয়ে বাঁচতে চাইলে দিন থাকতে কর্ম জগৎ-এ  ঢোকার চেষ্টা করুন সারাজীবন নিজে স্বাধীন ভাবে বেঁচে থাকতে পারবেন।

আশা করি তোমাদের উত্তর পেয়ে গেছো। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top